কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ার আলামপুরে ট্রলির ধাক্কায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ভ্যান চালকের নাম খবির উদ্দিন(৫০)। তিনি একই এলাকার মৃত গঞ্জের আলীর ছেলে।
আলামপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক(এএসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খবির উদ্দিন ভ্যান নিয়ে তার বাড়ি থেকে বের হচ্ছিলেন। তখন তার ফুফাতো ভাইয়ের ছেলে রাসেল ট্রলি চালিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। এমন সময় রামনগর মসজিদ এলাকায় মোড় ঘুরতে গিয়ে ট্রলি সামনের থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে পড়ে গিয়ে গুরুত্ব আহত হয় ভ্যানচালক খবির। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের ফুফাতো ভাই শহিদুল বলেন, খবির ও আমার বাড়ি পাশাপাশি। মাঠের কাজ শেষ করে ট্রলি নিয়ে বাড়িতেই ফিরছিলাম। এসময় ট্রলিটি চালাচ্ছিলেন আমার ছেলে রাসেল। রামনগর মসজিদ এলাকায় মোড় ঘুরার সময় ট্রলিটি ভ্যানে ধাক্কা দেয়। ভাইয়ের মৃত্যুর বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারছি না বলে জানান তিনি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, হাসপাতালে নেওয়ার আগেই খবির উদ্দিনের মৃত্যু হয়েছে।
আলামপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুর রহমান বলেন, ট্রলি চালক নিহতের নিকট আত্মীয়। লাশ এখনো হাসপাতালে আছে। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
(এমজে/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২৫)