নগরকান্দায় বরযাত্রীবাহী বাস উল্টে খাদে, নিহত ১, আহত ৩৮

নগরকান্দা প্রতিনিধি : নগরকান্দায় বরযাত্রীবাহী বাস খাদে পড়ে মুক্তি রানী দাস (৪৫) নামের এক নারী যাত্রী নিহত হয়েছে, এ সময় আহত হয়েছে অন্তত ৩৮ জন।
শুক্রবার রাত ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দার ভবুকদিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানাযায়, বরিশাল থেকে ছেড়ে আসা রাজবাড়ী গামী বর যাত্রীবাহী বাসটি নগরকান্দার ভবুকদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার খাদে পড়ে যায়।
এ ঘটনায় নিহত মুক্তি রানী দাস (৪৫) রাজবাড়ী সদরের বিনোতপুর গ্রামের দিলু কুমার দাসের স্ত্রী। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন জানান, এম এম পরিবহনের একটি বাস রাজবাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে নগরকান্দার ভবুকদিয়ায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। মুলত বিয়ের অনুষ্ঠান শেষ করে বরযাত্রীবাহী বাসটি বরিশাল থেকে ছেড়ে এসে রাজবাড়ীর বিনতপুর যাচ্ছিল।
(পিবি/এএস/১৫ ফেব্রুয়ারি, ২০২৫)