একে আজাদ, রাজবাড়ী : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে পাংশায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে পাংশা উপজেলা পরিষদের হলরুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা,র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার ভূমি মোঃ আমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ সহ উপজেলা পরিষদের সকল বিভাগের অফিসার বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত মোতাবেক দিবসের শুরুতে পাংশা জর্জ হাই স্কুল শহীদ মিনারে ফুল দিয়ে কার্যক্রম শুরু হবে। দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে শিশুদের চিত্রাংকন, রচনা লিখন, সুন্দর হাতের লেখা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। সবশেষে থাকবে পুরস্কার।

(একে/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২৫)