তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সারা দেশব্যাপী হরতালের সমর্থনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

গতকাল সোমবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাকুড়তিয়া এলাকায় বের করা মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিল করতে দেখা গেছে।

এদিকে, জেলা জুড়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। মোড়ে মোড়ে টহল দিচ্ছে পুলিশ।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, বিষয়টি আমরা শুনেছি। উপজেলার সীমান্ত এলাকায় মিছিল করেছে বলে জানা গেছে।এর সত্যতা নিশ্চিতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২৫)