একে আজাদ, রাজবাড়ী : জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও জামায়াত ইসলামীর নিবন্ধন বহালের দাবীতে রাজবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ করেছে।

আজ মঙ্গলবার বিকেল ৫টায় রাজবাড়ী জেলা জামায়াত ইসলামীর আয়োজনে শহরের আজাদী ময়দানে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল সহ জড়ো হন।

এসময় বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা জামায়াত ইসলামীর আমির অ্যাড. মোঃ নুরুল ইসলাম, নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, পাংশা উপজেলা সাবেক আমির মোঃ হারুন-অর রশিদ, রাজবাড়ী সদর উপজেলা আমির মাওলানা সাইয়েদ আহম্মেদ, রাজবাড়ী পৌর জামায়াত ইসলামীর সেক্রেটারী মাওলানা লিয়াকত হোসেন, জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবু তাহের প্রমুখ।

পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেল গেইট স্মৃতি চত্বরে এসে শেষ হয়।

বক্তারা বলেন, জামায়াত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে দ্রুত অবিলম্বে মুক্তি দিতে হবে। নইলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। দ্রুত জামায়াত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে।

(একে/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২৫)