রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং দলটির নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে একযোগে শহরের চারটি প্রবেশদ্বার খুলনা রোড মোড়, আমতলা, তুফান কোম্পানি মোড় ও আলিয়া মাদ্রাসা সংলগ্ন এতিমখানা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে গিয়ে সমাবেশ হয়্। সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটে।

সমাবেশে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী আজিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ১৩ বছরেরও অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। শেখ হাসিনার কথিত মানবতাবিরোধী অপরাধে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। বিতর্কিত এই বিচার জামায়াত মানেনা। তাই এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া কিছুই নয়। পরিশেষে জামায়াতের গণতান্ত্রিক অধিকার রক্ষায় দলটির নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আহবান জানান তিনি।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০২৫)