ফুলপুরে তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠান

শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে তারুণ্যের উৎসব ২০২৫ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক একেএম সিরাজুল হক, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা, উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন, ফুলপুর ক্রীড়া চক্র একাডেমির সভাপতি মাজহারুল ইসলাম সোহেলসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের প্রতিনিধিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে তারুণ্যের উৎসবে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
(এসআই/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০২৫)