একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় ভোগান্তি কমেছে নতুন জন্মনিবন্ধন তৈরি ও সংশোধনে। সেইসাথে লাগছে না অতিরিক্ত টাকা, পড়তে হচ্ছে না সিন্ডিকেটের কবলে, দাড়াতে হচ্ছেনা লম্বা লাইনে। এমনকি সার্ভারের নানা জটিলতারও অবসান ঘটেছে। উপজেলাজুড়ে শুধুমাত্র জানুয়ারি মাসেই নতুন নিবন্ধন ও সংশোধন হয়েছে ৪ হাজার ২'শ ২১টি। যা আগে মাসের পর মাস পেরিয়ে গেলেও সম্ভব হতো না।

স্থানীয়রা বলছেন, ভোগান্তির কারণে আগে অনেকে জন্ম নিবন্ধন সনদ তুলতে আগ্রহী হতো না। এখন ভোগান্তি কমেছে।

জানা যায়, পাংশা উপজেলায় নতুন জন্মনিবন্ধন ও সংশোধনকৃত চার হাজার দুইশত একুশটি কার্ডের মধ্যে পৌর এলাকায় নারী রয়েছে ২০০জন ও পুরুষ রয়েছে ২০০ জন। ১০টি ইউনিয়ন জুড়ে নতুন ও সংশোধনকৃত কার্ডের সংখ্যা দাড়িয়েছে নারী ১৯০২ জন ও পুরুষ ১৯১৯জন। তাতে জানুয়ারি মাসে সর্বমোট নতুন ও সংশোধনকৃত কার্ড পেয়েছেন ৪২২১জন।

পাট্টা ইউনিয়নের রাহেলা খাতুন নামে এক নারী বলেন, মেয়েকে স্কুলে ভর্তি করানোর জন্য জন্ম নিবন্ধন কার্ডটি সংশোধনের প্রয়োজন ছিল। কিন্তু অনেকদিন ধরে ঘুরে ঘুরেও তা হয়নি। ভোগান্তি পোহাতে পোহাতে হাল ছেড়ে দিয়েছিলাম। তবে ৫ আগস্টের পর সেই ভোগান্তি আর নেই। এখন আর লাইনে দাড়ানো, সার্ভারে সমস্যা বা অতিরিক্ত টাকা দেওয়া লাগেনি। যথাসময়ে কার্ড পেয়েছি।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা বলেন,নতুন জন্ম নিবন্ধন কার্ড তৈরি করতে ও সংশোধন করতে অনেক ভোগান্তি পোহাতে হতো নাগরিকদের। তবে এখন আর সেই ভোগান্তি নেই, ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় হুশিয়ারী দেওয়া হয়েছে যেন কেউ ভোগান্তির শিকার না হয় সব ধরণের সেবা পায়।

(একে/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০২৫)