স্টাফ রিপোর্টার : রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব-২০২৫ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৯ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর ২টার সময় খেলাটি রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হয়।

উক্ত খেলায় রাজশাহী বিভাগের ৮ জেলার ৮ টি বালক দল ও ৮ টি বালিকা দল অংশগ্রহণ করে।

বালিকা ফুটবল ফাইনালে সিরাজগঞ্জের ১৮ নং সড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-০ গোলে হারিয়ে পাবনা জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।বালক ফুটবল ফাইনালে পাবনা কুলনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে হারিয়ে রাজশাহী শিরোইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, খেলোয়াড়দের সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন আব্দুল কাদির উৎসব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিআইজি রাজশাহী রেঞ্জ মোহাম্মদ শাহজাহান, পরিচালক স্থানীয় সরকার রাজশাহী বিভাগ পারভেজ রায়হান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মোঃ রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় উপ পরিচালক প্রাথমিক শিক্ষা মোঃ সানাউল্লাহ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো: রফিকুল ইসলাম রবি, সদস্য রাজশাহী মহানগর যুবদল ইঞ্জি: আরিফুজ্জামান, সদস্য রাজশাহী মহানগর যুবদল আব্দুল কাদের উৎসব।

খেলা শেষে চাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি বিতরণ করা হয়।

খেলাটি ১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারি বিভাগীয় পর্যায়ের শেষ হয়।

(এসকে/এএস/১৯ ফেব্রুয়ারি, ২০২৫)