সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় শত্রুতাই করে পেঁয়াজ ক্ষেতে পচননাশক বিষ প্রয়োগ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামে এঘটনা ঘটে। এতে কৃষকের চার বিঘা জমির পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। আজ শনিবার দুপুরে এবিষয়ে থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগী কৃষকরা।

জমির মালিক শুকুমার মন্ডল, বর্গাচাষি উফাজদ্দিন মাতুব্বর ও পান্নু মোল্যা জানান, শত্রুতাই করে তাদের জমিতে পচননাশক বিষ প্রয়োগ করে চার বিঘা জমির পেঁয়াজ নষ্ট করে দিয়েছে একটি চক্র। এবিষয়ে দুইজনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, পেঁয়াজ ক্ষেতে পচননাশক বিষ প্রয়োগের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস বলেন, পেয়াজ ক্ষেত সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে পানি স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে পচননাশক এর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মসলা গবেষণা ইনস্টিটিউট এর বৈজ্ঞানিক কর্মকর্তার সমন্বয়ে তদন্ত কমিটি করা প্রয়োজন।

(এএন/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২৫)