দৌলতদিয়া যৌনপল্লী থেকে অস্ত্র-গুলিসহ সাবেক যুবদল নেতা সুজন গ্রেপ্তার
.jpg)
বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ আবুল হাসেম সুজন (৫৩) নামে এক ঠিকাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে রাজবাড়ী সদর উপজেলার বড়মুরারীপুর গ্রামের মৃত জনাব আলী মিয়ার ছেলে ও জেলা যুবদলের পদত্যাগকারী সভাপতি।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন, গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
তিনি বলেন, গত শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে গোয়ালন্দঘাট থানার এসআই মোঃ ফরিদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর ভেতর যৌনকর্মী সীমা ওরফে লাকীর কক্ষে অভিযান পরিচালনা করে। অভিযানে আবুল হাসেম সুজন (৫৩) কে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত পিস্তলের ব্যারেলে অস্পষ্টভাবে সাপ্লাই ফর ইউএসএ এবং বডিতে ৭.৬৫ ৭ রাউন্ড ইন্ড ইতালী খোদাই করা আছে। এছাড়া গুলির পারকিউশন ক্যাপে কেএফ ৭.৬৫ খোদাই করা রয়েছে।
গ্রেপ্তারকৃত সুজনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে রবিবার মামলা দায়ের করা হয়েছে। তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু বলেন, আবুল হাসেম সুজন একজন ঠিকাদার ও জেলা যুবদলের সভাপতি পদ থেকে ইতিপুর্বে পদত্যাগ করে।
(একে/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০২৫)