নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ত্রিশাল থানার বিশেষ অভিযানে এজাহারভুক্ত ১ জন আসামিসহ ৯ জন জুয়ারিকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করেছে। আজ সোমবার তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে থানা সুত্রে জানানো হয়। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রী মিন্টু বর্মন (৩৪), আবু সাঈদ (২৫), মোঃ শহিদুল ইসলাম (৩৫), নান্টু (৩০), আব্দুল কাদের জিলানী (২৭), দুলাল উদ্দিন (২৭), জহিরুল ইসলাম (২২), মো: কামাল (২৮), আ: কাদের জিলানী (৪২)।

এ ব্যাপারে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ জানান, যে ত্রিশাল থানা এলাকা মাদক ও জুয়ার জন্য জিরো টলারেন্স নীতিতে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ, ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক আমরা দায়িত্ব পালন করে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ।

(এনআরকে/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৫)