সালথ প্রতিনিধি : বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহের আওতায় ফরিদপুরের সালথা উপজেলায় ৭১৯৫ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) থেকে ইউনিয়ন পর্যায়ে নিবন্ধন কেন্দ্রে শুরু হবে নতুন ভোটারদের ছবি তোলা ও বায়োমেট্রিক নিবন্ধনের কাজ। আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাচন অফিস সূত্রে এই তথ্য জানিয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার জনাব মোঃ ইমরানুর রহমান জানান, ২০ জানুয়ারী থেকে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ করা হয়। হালনাগাদের তথ্য অনুযায়ী এবছর উপজেলায় মোট ৭১৯৫ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। উপজেলায় মোট ১৬৪১ জন ভোটার কর্তন হয়েছে এবং ট্রান্সফার হয়েছে ৬৮৫ ভোট। মঙ্গলবার থেকে শুরু হবে নতুন ভোটারদের ছবি তোলার কাজ। ৯মার্চ পর্যন্ত চলবে ছবি তোলা।

তিনি আরো জানান, আগে সালথা উপজেলার ভোটারের সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ২৬ জন। ছবি তোলার পর নতুন করে প্রায় ৭১৯৫ জন ভোটার বাড়বে।

(এএন/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৫)