একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিনুর রহমান, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহম্মেদ, উপজেলা জনস্বাস্থ্য অফিসার, উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার রবিউল ইসলাম, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান, যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন খান, শরিসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান সজীব হোসেন, কলিমহর ইউনিয়নের চেয়ারম্যান বিলকিস বানু প্রমুখ।

সভায় গত মাসের রেজুলেশন পাঠ ও অনুমোদন করা সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা হয়।

(একে/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৫)