ফুলপুরে শহীদ সেনা দিবস পালিত

শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে শহীদ সেনা দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির, কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ, সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, যুগ্ন আহ্বায়ক এমদাদ হোসেন খান, উপজেলা যুব দলের সভাপতি সানোয়ার হোসেন, ফুলপুর পৌর ছাত্র দলের আহ্বায়ক ওমর ফারুক সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান শেষে শহীদ সেনাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
(এসআই/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৫)