পাংশায় স্থানীয় সরকার দিবস পালিত

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ব্যানার ও ফেস্টুন এর মাধ্যমে দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরেন।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদার সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুর রহমান, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য অফিসার নাসির উদ্দিন মোল্লা, উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার রবিউল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
(একে/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৫)