সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা থানার ওসি (তদন্ত) মারুফ হাসান রাসেল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের প্রধানগণ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান বালী উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি সমূন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

(এএন/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৫