নড়াইল প্রতিনিধি : লোহাগড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত লক্ষীপাশা রেসিডেন্সিয়াল মডেল প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকালে স্কুল চত্ত্বরে লক্ষ্মীপাশা রেসিডেন্সিয়াল মডেল প্রি-ক্যাডেট স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: মোশাররফ হোসেন মোল্যার সভাপতিত্বে ও শিক্ষক আরাফাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নবগঙ্গা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো: টিপু সুলতান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: শামসুল হক আজাদ, শিক্ষক মো: হান্নান বিশ্বাস, শিক্ষক শাহ আলম, প্রধান শিক্ষিকা বিউটি বেগম।

পরে স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৫