বগুড়া প্রতিনিধি: শুক্রবার সকাল ৯ টায় শহীদ চান্দু স্টেডিয়ামে, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ-২০১৩-১৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শহীদ তারেক সংঘ ব্লুজ বনাম ক্রিকেট ক্লাব অব মালতিনগর (সিসিএম)। খেলায় শহীদ তারেক সংঘ ব্লুজ ১৬০ রানে ক্রিকেট ক্লাব অব মালতিনগরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় টসে জিতে শহীদ তারেক সংঘ ব্লুজ প্রথমে ব্যাটিং করে, ৫০ ওভার ব্যাট করে ৮ উইকেটে ২২৪ রান করে। দলের পক্ষে শিশির সর্বোচ্চ ৫৮, পলাশ-৫১, টিটু-২৬, শ্রাবন-১৬ রান করে। প্রতিপক্ষের বোলার জাকি-৪টি ও ইরফান-২টি করে উইকেট লাভ করে।

জবাবে ব্যাট করতে নেমে ক্রিকেট ক্লাব অব মালতিনগর ২৬.৫ ওভার খেলে ১০ উইকেট ৫৬ রানে করে। তাদের দলের পক্ষে রমি ও সৌরভ সর্বোচ্চ ১২ রান সংগ্রহ করে। প্রতিপক্ষের বোলার মারুফ ৩টি, শিশির ও মাহমুদুল ২টি করে উইকেট লাভ করে।

বিকালে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান ফারুকী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোলাম কবির, এফবিসিসিআই এর পরিচালক আলহাজ্ব মমতাজ উদ্দীন সিআইপি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন। এছাড়াও উপস্থিত ছিলেন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, সহিদুল ইসলাম, যুগ্ম কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এ্যাডোনিস বাবু তালুকদার, শহিদুল ইসলাম স্বপন, শফিকুল ইসলাম বাবু, দিলরুবা আমিনা আক্তার সুইট।

(এএসবি/এসসি/ডিসেম্বর০৫,২০১৪)