ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ঈশ্বরগঞ্জ পৌর অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা বিএনপি’র আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইঁয়া মনি, যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান লিটন ও আতিকুর রাজ্জাক ভূইয়া হিরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) এড. শাহ্ ওয়ারেস আলী মামুন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক এ. কে. এম. এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম- আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম হারুন অর রশিদ, রুহুল আমীন মাস্টার, আহসান পারভেজ, এড. শাহজাহান সাজু, হোসেন মোহাম্মদ মন্ডল, শাহজাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন, আমিনুল ইসলাম খান মনি, নিজাম উদ্দিন, শরিফ আহমেদ জায়েদী, আজিজুল হক বাদল, সদস্য অ্যাভোকেট কাজী শাহজাহান প্রমুখ।
(এন/এসপি/মার্চ ০১, ২০২৫)