কিশোরীর ইজ্জতের মূল্যের টাকা প্রভাবশালীদের পকেটে

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ১ লাখ ৪০ হাজার টাকায় রফাদফা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি ধর্ষণের ঘটনা সালিশ মিমাংসার নামে ধর্ষকের কাছ থেকে জরিমানার টাকা আদায় করে কিশোরীকে ১ লাখ টাকা দিয়ে বাকি ৪০ হাজার টাকা ওই প্রভাবশালীরা আত্মসাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামের।
আজ মঙ্গলবার সকালে নির্যাতিতা কিশোরীর দাদা ঘটনার সত্যতা স্বীকার করে জরিমানার বাকী ৪০ হাজার টাকা ফেরত পাওয়ার দাবি করেছেন।
এর আগে সোমবার দিবাগত রাতে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের আবুল সরদারের ছেলে এক সন্তানের জনক পলাশ সরদার (৩০) একই এলাকার হতদরিদ্র পরিবারের ১৪ বছর বয়সের বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে কয়েকদিন পূর্বে পানবরজে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি এলাকায় চাউর হলে ঘটনা ধামাচাপা দেয়ার জন্য মরিয়া হয়ে ওঠে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। তারা ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার জন্য কতিথ সালিশ বৈঠকের মাধ্যমে ধর্ষককে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করে। জরিমানার ওই টাকা ধর্ষিতার নামে ডাচ বাংলা একাউন্টে ১ লাখ টাকা জমা দিয়ে বাকি ৪০ হাজার টাকা প্রভাবশালীরা আত্মসাত করেন।
এ ব্যাপারে অভিযুক্ত ধর্ষক পলাশ সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম বলেন, ধর্ষণের ঘটনায় সালিশ মীমাংসা করার কোন সুযোগ নেই। বিষয়টি আমার জানা ছিলোনা। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হবে বলেও তিনি উল্লেখ করেন।
(টিবি/এসপি/মার্চ ০৪, ২০২৫)