বিশেষ প্রতিনিধি : রাজবাড়ী সার্কিট হাউজের নবনির্মিত গেইট ও পৌর সিটি সেন্টার মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অ্যাপস্) শরীফ আল রাজীব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ তায়েব আলী, প্রকৌশলী এইচ এম আলী খান, পৌর সিটি সেন্টার মার্কেট মালিক সমিতির আহ্বায়ক আবু মুসা বিশ্বাস, সদস্য সচিব এটিএম আকরাম হোসেন বাবলু প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, সার্কিট হাউজের গেইট নির্মাণ ও পৌর সিটি সেন্টার মার্কেট শহরের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। রাজবাড়ী সদর হাসপাতাল, জেলার নদী শাসন প্রকল্প ও পৌর শহরের রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে রাজবাড়ী অগ্রাধিকার পাবে। উদ্বোধনের মধ্য দিয়ে রাজবাড়ী শহরের সৌন্দর্য ও নাগরিক সুবিধা আরও উন্নত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ৩জন শহীদ, ১২জন আহতদেরকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে চেক, মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নারী দিবস উপলক্ষে ১০জন অসহায় নারীকে ১ হাজার করে টাকা, কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের জার্সি প্রদান করা হয়। পরে তিনি বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন। শহীদ সাগর চত্বর উদ্বোধন করেন।

(একে/এএস/মার্চ ০৬, ২০২৫)