স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মোটরসাইকেলে তেলবাহী লড়ির ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক জন।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১০টায় বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকার আজিজুল হকের ছেলে শাওন এবং একই এলাকার ইয়াকুব মিয়ার ছেলে ওবায়দুল্লাহ।

হাইওয়ে পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক মতিউর জানিয়েছেন, তিন ব্যক্তি মোটরসাইকেলে করে বন্দর উপজেলার মদনপুর থেকে মুরাদপুরে যাওয়া পথে বিপরীত দিক থেকে আসা তেলবাহী লড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত অবস্থায় এক জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর লড়ি জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(ওএস/এএস/মার্চ ০৭, ২০২৫)