আশুলিয়ায় ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় একটি ঝুট গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় সোয়া ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার দুপুরে আশুলিয়ার পবনারটেকে শরিফ হোসেনের মালিকানাধীন ঝুট গোডাউনে আগুন লাগে বলে জানান স্থানীয়রা।
ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার,প্রনব চৌধুরী জানান, দুপুরের দিকে ওই ঝুট গোডাউনে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহুর্তের আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিস থেকে দুটি এবং জিরাবো মর্ডাণ ফায়ার সার্ভিস থেকে আরো দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের চেষ্টায় প্রায় সোয়া ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।
তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
(টিজি/এসপি/মার্চ ০৭, ২০২৫)