পটুয়াখালী প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব- ৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা চল্লিশটি হাতবোমা উদ্ধার করেছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে শিয়ালী বাজারের একটি পরিত্যাক্ত দোকান ঘর থেকে দুই কার্টুন ভরা ওই হাতবোমাগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের গোয়েন্দা দলের মাধ্যমে গোপন সংবাদ পেয়ে ওই বাজারে অভিযান চালানো হয়। তখন একটি পরিত্যাক্ত দোকান থেকে কার্টুন ভরা হাতবোমাগুলো উদ্ধার হয়। ওই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে।

পটুয়াখালী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফায়জুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে সংঘবদ্ধ কোনো সন্ত্রাসী গ্রুপ নাশকতার জন্য হাতবোমাগুলো মওজুত করেছিল।’

(ওএস/এইচআর/ডিসেম্বর ০৬, ২০১৪)