সালথায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

সালথা প্রতিনিধি : "অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন" এই প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুরের সালথায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বি নোমান, সহকারী প্রোগ্রামার (আইসিটি) মো. টিপু সুলতান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো.শওকত আকবর, শিক্ষক এস এম ইব্রাহিম প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
(এএন/এসপি/মার্চ ০৮, ২০২৫)