আগৈলঝাড়ায় সাংবাদিকের ঘরে চুরি সংঘঠিত

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : আগৈলঝাড়া উপজেলার এক সাংবাদিকের ঘরে চুরি সংঘঠিত হয়েছে। অজ্ঞাতনামা চোরেরা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রত্নপুর ইউনিয়নের বরিয়ালী গ্রামে মৃত সুলতান সেরনিয়াবাত ছেলে সাংবাদিক দেলোয়ার হোসেন সেরনিয়াবাতের বোন শেফালী বেগমের দায়ের করা অভিযোগে জানা গেছে, তাদের বসত ঘর তালা বন্ধ করে প্রতিবেশীর ঘরে নামাজ পড়তে যাওয়ার সুযোগে অজ্ঞাতনামা চোরের দল ঘরের পিছনের স্টিলের দরজার ছিটকানি খুলে প্রবেশ করে। পরে সংঘবদ্ধ চোরেরা গৃহে থাকা নগদ বিশ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
অভিযোগপ্রাপ্তির সত্যতা স্বীকার করে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউর রহমান বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। পুরো বিষয়টি তদন্ত করে চোরদের সনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
(টিবি/এসপি/মার্চ ০৯, ২০২৫)