রূপক মুখার্জি, নড়াইল : মাগুরায় শিশু ধর্ষণসহ সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় দোষীদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে নড়াইলের লোহাগড়া সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

আজ সোমবার সকালে লোহাগড়া উপজেলাবাসীর ব্যানারে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে প্রায় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত সমাবেশ ও মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আকতার, নড়াইল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মওলানা আলমগীর হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মোঃ বাধন মল্লিক, সাধারণ শিক্ষার্থী মরিয়ম সুলতানা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের মাটিতে ধর্ষকদের কোনো ঠাঁই হবে না। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করাই আমাদের একমাত্র দাবী।

(আরএম/এসপি/মার্চ ১০, ২০২৫)