একে আজাদ, রাজবাড়ী : ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি-বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ প্রতিপাদ্যে রাজবাড়ীর পাংশায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে আজ সোমবার উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একইস্থানে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, অগ্নি নির্বাপণসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলার মহড়া অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা, সরকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আমিনুল ইসলাম, পাংশা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন,ম ৎস্য কর্মকর্তা সাইদ আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কে এম নেওয়াজ হোসেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

(একে/এসপি/মার্চ ১০, ২০২৫)