মহম্মদপুর প্রতিনিধি : দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইনে হেনস্তা এবং বিচারহীনতার প্রতিবাদের অংশ হিসেবে মাগুরার মহম্মদপুরে মানববন্ধন করেছে আমিনুর রহমান কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। 

আজ সেমামবার আমিনুর রহমান কলেজের সামনে মহম্মদপুর-মাগুরা সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, আমিনুর রহমান কলেজ ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম সরদার শাকিল, সদস্য সচিব শহীদুজ্জামান (হিমু) উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব, মোঃ আখতারুজ্জামান, শিক্ষার্থীর উমাইয়া খাতুন প্রমূখ।

এ সময় নেতৃবৃন্দ মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের দ্রুত বিচারের দাবি করেন। মানববন্ধন শেষে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

(বিএস/এসপি/মার্চ ১০, ২০২৫)