বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলায় এবি সিরামিক (টাইলস) ফ্যাক্টরিতে কয়লা চালিত গ্যাস চেম্বারের ম্যাকানিক্যাল কাজ করার সময় গ্যাস নিঃস্বরণ হয়ে একজন নিহত ও ৮জন আহত হয়েছে। আহত শ্রমিকদের মধ্যে ৩ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, শনিবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বাবলাতলা এলাকায় অবস্থিত এবি সিরামিক (টাইলস) ফ্যাক্টরির কয়লা চালিত পোল গ্যাস চেম্বারের মেরামত কাজ করছিল ম্যাকানিক্যাল শ্রমিকরা। এসময় কয়লা দিয়ে তৈরী গ্যাস চেম্বার থেকে মিসিং হয়ে গ্যাস নিঃস্বরণ হতে থাকে। গ্যাসের বিষক্রিয়ায় গ্যাস চেম্বারের অপরারেটর আব্দুল আলীম (২৮) হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে আরো ৮জন আক্রান্ত হয়ে যায়। অন্যান্যরা অসুস্থ্য ওই ৯ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাপাতালে নিলে চিকিৎসকরা আব্দুল আলীমকে (২৮) মৃত ঘোষনা করে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আব্দুল বারি (৩৫), নিশাত (৪০) ও বুলবুল (৩০)। এছাড়া জমির উদ্দিন (২৫), শহিদুল ইসলাম (৩৫), মজনু (৩৫), মোহাম্মদ আলী (৪০), সুমন (১৮) স্থানীয়ভাবে চিকিৎসা নেন। নিহত আলীম বগুড়া সদর উপজেলার দাড়িয়াল গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন কাহালু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম মতিন।

বগুড়ার কাহালু থানার অফিসার ইনচার্জ সমিত কুমার কুন্ডু জানান, কয়লার তৈরী গ্যাস চেম্বার মেরামত করার সময় বিস্ফোরণে এঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

(এএসবি/অ/ডিসেম্বর ০৬, ২০১৪)