নারী চিকিৎসক দিয়ে নারী মরদেহের ময়নাতদন্ত চেয়ে রিট

স্টাফ রিপোর্টার : নারী চিকিৎসক দিয়ে নারী মরদেহের ময়নাতদন্ত করার জন্য একটি নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জুয়েল আজাদ এ রিট আবেদন করেন।
বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্টে বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।
রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (সাধারণ শিক্ষা) বিবাদী করা হয়েছে।
আইনজীবী মো. জুয়েল আজাদ বলেন, পাকিস্তানসহ অনেক দেশে নারীর মরদেহের ময়নাতদন্তের ক্ষেত্রে সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে। সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বিবেচনায় নারীর মরদেহের ময়নাতদন্ত একজন নারী চিকিৎসক দিয়ে করাই বাঞ্ছনীয়। এসব কারণে আমরা নারীর মরদেহের ময়নাতদন্তের জন্য নারী চিকিৎসক দিয়ে করানোর ক্ষেত্রে একটি গাইডলাইন তৈরির করতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বরাবরে ৩ মার্চ আবেদন করেছিলাম। কিন্তু সে বিষয়ে সাড়া না পেয়ে হাইকোর্টে রিট ফাইল করা হয়েছে।
আবেদনে নারী চিকিৎসক ও প্যারামেডিকস দিয়ে নারী মরদেহের ময়নাতদন্ত/পোস্টমর্টেমের জন্য নীতিমালার তৈরি করতে সংশ্লিষ্টদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বে-আইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।
(ওএস/এএস/মার্চ ১১, ২০২৫)