শ্রীনগরে বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি সজীব গ্রেফতার

শ্রীনগর প্রতিনিধি : শ্রীনগরে র্যাবের অভিযানে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিনসহ সজীব বেপারী (২২) নামে এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের জাহানাবাদ এলাকা থেকে সজীবকে গ্রেফতার করা হয়। সজীব বেপারী জাহানাবাদ গ্রামের আব্দুল হক বেপারীর ছেলে। সন্ত্রাসী সজীব বেপারীর বিরুদ্ধে শ্রীনগর থানায় একাধিক মামলা রয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০’র সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে সজীব বেপারীকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেন। সজীব বেপারী বেশকিছু দিন যাবত অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, চুরিসহ অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।
(এআই/এসপি/মার্চ ১২, ২০২৫)