পঞ্চগড়ে পালিত হলো বই উৎসব
পঞ্চগড় প্রতিনিধি : অদ্যম'১৯ পাঠাগার ও রুপান্তর স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ বটমূলে পালিত হলো বই বিনিময় উৎসব। আজ বৃহস্পতিবার ‘পাঠকের দুয়ারে বই' শ্লোগানে আয়োজিত উৎসবের সহায়তায় ছিলো অদ্যম '১৯ ইয়ুথ ফাউন্ডেশন।
পঞ্চগড়ে প্রথম অনুষ্ঠিত এই উৎসবে প্রায় ৫শতাধিক বই প্রদর্শিত হয়। আয়োজকদের কথা, মানুষের সবচেয়ে বড় বন্ধু বই, অথচ প্রযুক্তিগত উৎকর্ষের এই সময়ে মানুষের বই পড়ার আগ্রহ এবং পরিমাণ দুটিই কমছে। মানুষকে বই পড়তে উদ্বুদ্ধ করা এবং দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রাক্কালে বইকে পাঠক সমাজে সহজলভ্য করার উদ্দেশ্য নিয়েই আমরা এগুচ্ছি। সম্মিলিত পাঠাগার আন্দোলন, আইডিয়া প্রকাশনীর সার্বিক সহায়তা পেয়ে আয়োজকরা খুবই উৎফুল্ল। দিনব্যাপী এই আয়োজনে কয়েক'শ বই বিনিময় হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
পাঠক প্রসেনজিৎ পাল বিশাল জানায়, 'এমন আয়োজন পঞ্চগড়ে প্রথম, পড়া শেষে বাসায় অনেক বই থাকে, যেগুলো আর কখনো পড়া হয় না, সেই সমস্ত বই দিয়ে, নতুন বই সংগ্রহ করার যে অসাধারণ সুযোগ আয়োজকরা তৈরি করে দিয়েছেন তা প্রশংসার দাবীদার।’
পাঠক আসলাম বলেন, ‘এমন আয়োজনে প্রথম আসলাম, অনেক বই, দেখে ভালই লাগছে, তাছাড়া এটা পাঠকদের জন্য চমৎকার সুযোগ, এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।’
অদম্য '১৯ পাঠাগারের পরিচালক তায়েব মৃধা জানায়, অদম্য '১৯ সবসময়ই আউট অফ বক্সে চিন্তা করে, কিভাবে, কত আর্কষণীয়ভাবে? পাঠককের কাছে বই পৌঁছানো যায়, তাদেরকে বইয়ের প্রতি উদ্বুদ্ধ করা যায়, এধরণের চেষ্টাই আমরা করি। যার ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জায়গায় বই বিনিময় উৎসবের আয়োজন করে থাকি। সমাজের মানুষকে যদি এই বই বিনিময় উৎসবের সাথে পরিচিত করানো যায়, তবে পাঠকরা বই পড়তে আরো বেশি আগ্রহী হয়ে উঠবে।
রুপান্তরের পঞ্চগড় জেলার পরিচালক সুমাইয়া জানায়, 'রুপান্তর আর অদম্য '১৯ পাঠাগার এমন আয়োজন রংপুর বিভাগের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে করতে আগ্রহী।আমরা পাঠককের ঘরে ঘরে স্বল্পমূল্যে বই পৌঁছে দেবার সংগ্রাম অব্যাহত রাখতে চাই।’
বই জ্ঞানের রাজ্য প্রসারিত করে, বই পড়ে বিশ্বের বিভিন্ন দেশ, জাতির ভাষা সম্পর্কে জ্ঞান লাভ করা যায়।
জানা যায়, দেশের ইতিহাস। এটি মননশক্তি ও হৃদয় বিবেককে জাগ্রত করতে পারে। তাই বই পড়ার অভ্যাস গড়ে তুলা অনিবার্য।
(আরএআর/এসপি/মার্চ ১৩, ২০২৫)