একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল বাজার থেকে দেড়শো পিচ ইয়াবা ট্যাবলেট সহ আরিয়ান আহমেদ সম্রাট (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় আরও এক মাদক কারবারি পালিয়ে যায়। 

আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।

গ্রেফতার আরিয়ান আহমেদ সম্রাট উপজেলার রুপিয়াট এলাকার ইব্রাহিম সরদার।পালাতক মাদক কারবারি হলেন, উপজেলার কসবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামের আমোদ আলীর ছেলে তুহিন বিশ্বাস (৩৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবামাজাইল বাজারের তিন রাস্তার মোড় হতে আরিয়ান আহমেদ সম্রাট কে আটক করা হয়। এসময় তার সাথে থাকা আরও এক মাদক কারবারি তুহিন বিশ্বাস সুকৌশলে দৌড়াইয়া পালাইয়া যায়।পরে আটক আরিয়ান আহমেদ সম্রাট এর কাছ থেকে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আটককৃত ব্যক্তিসহ পলাতক আসামির বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

(একে/এসপি/মার্চ ১৩, ২০২৫)