দিলীপ চন্দ, ফরিদপুর : সালতা উপজেলার আট ঘর ইউনিয়নের জয় কালী গ্রামের স্বর্গীয় জমিদার বীরেন্দ্র লাল চন্দের (কালাবাবু) ২৮ তম মৃত্যুবার্ষিকী ১৬ মার্চ রবিবার। আজকের এই দিনে ১৯৯৭ সালে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যু মৃত্যুবরণ করেন।

এ উপলক্ষে ফরিদপুর শ্রী অঙ্গন সহ তার বাড়িতে তাঁর আত্মার শান্তি কামনায় ভোগ নিবেদন করা হয়। ভোগ নিবেদন ও আত্মার শান্তি কামনায় তাঁর পুত্র বিনয় চন্দ, বিকাশ চন্দ, বিপ্লব চন্দ ও কন্যা রিতা চন্দ।

(ডিসিপি/এএস/মার্চ ১৫, ২০২৫)