আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : মেঘনা নদীর জেলার হিজলা উপজেলার বিভিন্ন এলাকা ও দুইটি মাছের আড়তে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। 

আজ রবিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নৌ-পুলিশের সহায়তায় মেঘনা নদী ও দুইটি মাছের আড়তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াস সিকদারের নির্দেশনায় জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা, গরীব ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, গত পহেলা মার্চ থেকে আগামী দুই মাসের জন্য মেঘনা নদীতে সকল প্রকার মাছ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদের ওপর নিষেধাজ্ঞা জারী করেছে সরকার।

(টিবি/এসপি/মার্চ ১৬, ২০২৫)