বরিশালে ছাত্রদল নেতাসহ দুইজনের ওপর হামলা

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : এক যুবতীর নামে মিথ্যে অভিযোগ তুলে প্রশাসন ও সাংবাদিকের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন আরিফ হোসেন তালুকদার নামের এক ছাত্রদল নেতা। এসময় এলাকাবাসীর সাথে বাগবিতন্ডার একপর্যায়ে উত্তেজিত জনতা ওই ছাত্রদল নেতা ও তার সহযোগিকে আটক করে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে জেলার হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাষকাটা গ্রামের রতন রাঢ়ীর বাড়িতে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মারধরের শিকার সরকারি হিজলা ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন তালুকদারসহ দুইজনকে আটক করলেও কিছু সময়ের মধ্যে রহস্যজনক কারনে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে।
আজ রবিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলা ছাত্রদলের আহবায়ক মহসিন সিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত উত্তেজিত জনতাকে শান্ত করা হয়েছে। এ ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। সরকারি হিজলা ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক গাজী সাইদুল বলেন, ঘটনাটি শুনেছি। তবে কোন ব্যক্তির দায় সংগঠন বহন করবে না।
স্থানীয় যুবক কামরুল হাসান জানিয়েছেন, রতন রাঢ়ির যুবতী কন্যার নামে মিথ্যে অভিযোগ তুলে প্রশাসন ও সাংবাদিকের ভয় দেখিয়ে গত ১৩ মার্চ দিবাগত রাত বারোটার দিকে ওই যুবতীর বাড়িতে ছাত্রদল নেতা আরিফ হোসেন তালুকদার ও তার সহযোগি সেলিম রাঢ়ি এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এসময় অসহায় দিনমজুর পরিবারটি টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই যুবতীকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে ধস্তাধস্তি শুরু করা হয়। এসময় স্থানীয় লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে আরিফ ও তার সহযোগি সেলিম পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করে মারধর করা হয়।
হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানিয়েছেন, হামলা ও সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করতে দুইজনকে আটক করা হয়েছিলো। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি মীমাংসার কথা বলে মুচলেকা দিয়ে আটককৃতদের ছাড়িয়ে নিয়েছেন। ওসি আরও বলেন, তাৎক্ষনিক কেউ চাঁদা দাবির অভিযোগ করেননি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের ব্যাপারে সরকারি হিজলা ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন তালুকদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।
(টিবি/এসপি/মার্চ ১৬, ২০২৫)