নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে এক স্কুল ছাত্রীকে বখাটে কর্তৃক অপহরণের চেষ্টা করায়  স্কুলের শিক্ষার্থীরা রবিবার পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে। এ ঘটনায় এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক বাদী  হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায় গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দত্তপুর গ্রামের আব্দুল বারেকের বখাটে ছেলে শাহীন তার বন্ধুদের নিয়ে তাকে অপহরণের চেষ্টা করে। মেয়েটির চিৎকারে লোকজন চলে আসলে বখাটেরা পালিয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে রবিবার স্কুলের শিক্ষার্থিরা পরীক্ষা বর্জন করে স্কুল চত্বরে বিক্ষোভ মিছিল করে। পরে কর্তৃপক্ষ যথযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বললে শিক্ষার্থিরা দুপুর ২ টায় পরীক্ষা দিতে বসে।

এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক তপন চন্দ্র দাস বখাটে শাহীন ও তার সহযোগী সুমন মিয়া ও রুবেল কে আসামী করে কিশোর সংশোধনী আইনে অভিযোগ দায়ের করেছেন।

নান্দাইল মডেল থানার এসআই গোপাল কৃষ্ণ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এপি/এএস/ডিসেম্বর ০৭, ২০১৪)