স্পোর্টস ডেস্ক, ঢাকা : ম্যানচেস্টার সিটির জন্য ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ১-০ গোলে জয় পেলেও দুঃসংবাদ রয়েছে। ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে গেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আ্গুয়েরো। আগুয়েরোর ইনজুরিতে একাদশ সাজাতে একটু ঝামেলায় পড়তে হবে কোচ পেল্লেগ্রিনিকে। কারণ মৌসুমে দারুণ ফর্মে থাকা আগুয়েরো হাঁটুর ইনজুরিতে পড়ে মাঠের বাইরে। ইনজুরির আসন্ন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড।

আগুয়েরো এই মৌসুমে ক্লাবের হয়ে সবধরনের প্রতিযোগিতা মিলে এরই মধ্যে ১৯টি গোল করেছেন। অবশ্য নিজেদের মাঠেও এভারটনের বিপক্ষে জয় পেতে বেশ কাঠখড় পোড়া হয়েছে ম্যানসিটিকে। খেলার ২৪ মিনিটে পেনাল্টির সুবাদে এগিয়ে ছিল ম্যানসিটি। স্পট কিক থেকে গোল করেছেন তোরে।

বিরতির পর কোনো গোল করতে পারেনি স্বাগতিকরা। বরং ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছেন আগুয়েরো। এ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। আর ৩ পয়েন্ট বেশি নিয়ে তালিকায় সবার ওপরে রয়েছে চেলসি।

(ওএস/পি/ডিসেম্বর ০৭, ২০১৪)