মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অশোকা অষ্টমী উপলক্ষে মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাগুরা সদরের ঐতিহ্যবাহী চৌদ্দগ্রাম ভাঙ্গাখাল মহাশ্মশান রাধাগোবিন্দ সেবাশ্রম প্রাঙ্গণে চরবিজয়খালী। এছাড়া ৫ দিনব্যাপী সনাতন ধর্মের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে আয়োজক কমিটি। গতকাল শনিবার দুপুর থেকে দল বরণ শুরু হয় এবং রাতে শেষ হয়।
এবার বিভিন্ন এলাকা থেকে শতাধিক মতুয়া দল এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বাদ্যযন্ত্র ও পতাকা নিয়ে নারী-পুরুষ মতুয়া ভক্তরা সমবেত হন। এ অনুষ্ঠানের পাশে বসেছে ১৪ গ্রামের মানুষের এক মিলন মেলা ও হরেক রকমের দোকান পাটের পসরা বসেছে।
(বিএস/এসপি/এপ্রিল ০৬, ২০২৫)