আমানত ফেরতের দাবিতে ৩২ সমিতির বিরুদ্ধে ঝাড়ু মিছিল সড়ক অবরোধ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে ৩৫ হাজার গ্রাহকের লুটপাট হওয়া প্রায় তিন হাজার কোটি টাকা বিভিন্ন লুটেরা সমিতি থেকে ফেরতের দাবিতে ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ করেছে ভুক্তভোগী গ্রাহকরা। একই সঙ্গে এসব প্রতারক সমিতির পরিচালকদের গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছে। এসব সমিতি থেকে অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির ব্যানারে পালিত হয়েছে এ কর্মসূচি।
আজ রবিবার সকালে এ কর্মসূচি পালিত হয়। প্রথমে উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমবেত হয় কয়েক হাজার গ্রাহক। সেখানে সমাবেশের পর দুপুর ১২টার দিকে ঝাড়ু মিছিল বের করে তারা। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদারগঞ্জ মডেল থানার প্রধান ফটক ও আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেয় মিছিলটির লোকজন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, টাকা উদ্ধার কমিটির আহবায়ক শিবলুল বারী রাজু, উপজেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি, উপজেলা বিএনপি সদস্য ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস, টাকা উদ্ধার কমিটির সদস্য সোনা মোল্লা, ভুক্তভোগী আমানতকারী আসমা বেগম, লিয়াকত আলী, সাদ্দাম হোসেনসহ আরও অনেকই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা ২৩টা সমবায় সমিতির পরিচালকদের গ্রেপ্তারের দাবি জানান। না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
জানা যায়, ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশে আসার পথে ফাতেমা বেগম নামে এক গ্রাহকের স্ট্রোকে মৃত্যু হয়েছে। আন্দোলনকারী গ্রাহকেরা সড়কের অবস্থান নেওয়ায় মাদারগঞ্জ শহরের সাথে জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
(আরআর/এসপি/এপ্রিল ০৬, ২০২৫)