জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মেলান্দহে নাশকতা মামলায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি রাশেদ জাহিদী রোমান (৫৮)কে গ্রেপ্তার করছে পুলিশ। চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেপ্তার হয়েছেন তিনি।
শনিবার (৫ এপ্রিল) রাতে মেলান্দহ পৌরসভার চাকদহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।
তথ্য নিশ্চিত করে এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, রাশেদ জাহিদী রোমানকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
(আরআর/এসপি/এপ্রিল ০৬, ২০২৫)