গোপালগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে ইন হাউজ প্রশিক্ষণ
.jpeg)
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ইন হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের নিজস্ব মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক আয়েশা আক্তার (যুগ্ম সচিব)।
গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি আয়েশা আক্তার চাকরির বিধি মেনে সবাইকে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করার আহবান জানান।
প্রশিক্ষণে গোপালগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
(টিবি/এসপি/এপ্রিল ০৯, ২০২৫)