সালথা প্রতিনিধি : ফিলিস্তিনের গাজায় ইসরাইলির বর্বরচিত হামলার প্রতিবাদে ও ইসরাইলি পণ্য বর্জনের লক্ষে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ  করেছেন আলেম-ওলামাগন। 

আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোটর শোভাযাত্রার মাধ্যমে সালথা ও নগরকান্দা উপজেলার বিভিন্ন বাজার এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা মিজানুর রহমান ফরিদী ও সালথা উপজেলা খেলাফত মজলিসের সাংগঠণিক সম্পাদক মাওলানা ঝিনাতুল ইসলামের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সালথা উপজেলা শাখার সহ-সহ-সভাপতি মাওলানা জুনায়েদ ফরিদী, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা ইসমাততুল্লাহ শাহীন, ব্যবসায়ী মোঃ ইমরান হোসাইন, সমাজ সেবক ইয়ার মাহমুদ, পল্লী চিকিৎসক শাহ্ আলম সহ আরো অনেকে।

এসময় ইসরাইলি পণ্য বিক্রি না করার জন্য সবাইকে আহ্বান জানান তারা।

(এএন/এসপি/এপ্রিল ১০, ২০২৫)