স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : সারাদেশে ন্যায় পঞ্চগড়েও অনুষ্ঠিত হয়েছে এসএসসি সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার ভোর রাত থেকেই পঞ্চগড়ের সর্বত্রই মাঝারি  বর্ষণ ও ধমকা হাওয়ায় জনজীবনে স্থবির হয়ে পড়লেও থেমে থাকেনি পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত পরীক্ষা কার্যক্রম, তবে বৃষ্টির কারণে গ্রামাঞ্চলের পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে বেগ পেতে হয়েছে।বৃষ্টির ফলে সময় মত যানবাহন না পেয়ে এই ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। বৃষ্টি পেরিয়ে বাতাস মাড়িয়ে মহা আনন্দে পরীক্ষা হলে প্রবেশ করছে শতশত শিক্ষার্থীরা। পরীক্ষার কেন্দ্র পরিদর্শন কালে এই দৃশ্য পরিলক্ষিত হয়েছে পঞ্চগড় জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, পঞ্চগড় সরকারি গার্লস হাইস্কুল গেটে। পরীক্ষা শেষে দেখা গেছে শিক্ষার্থীর মাঝে ফুরফুরে ভাব।

শিক্ষার্থীরা জানিয়েছে, পরীক্ষা খুবই ভালো হয়েছে এমসিকিউ কিছুটা জটিল হয়েছে। তবে এত খুশি কেনো? এমন প্রশ্নের জবাবে অনেকেই বলেছে ফ্রেবুয়ারি মাসের পরীক্ষা এপ্রিলে। পরীক্ষা ঠিক সময়ে না হওয়ায় চিন্তিত ছিলাম, জীবনের প্রথম পাবলিক পরীক্ষা দিতে পারার আনন্দটাই আলাদা।

পঞ্চগড় সরকারি গার্লস হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে ৮৪৬ জনের মধ্যে পরীক্ষায় বসেছে ৮৪৪ জন, অনুপস্থিত ২ জন। জগদল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৯৩ জনের মধ্যে পরীক্ষায় বসেছে ৫৮৯ জন, অনুপস্থিত ৪ জন। সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩০২ জনের মধ্যে পরীক্ষায় বসেছে ২৯৮ জন, অনুপস্থিত ৪ জন। নুর আলা নুর কামিল মাদ্রাসা কেন্দ্রে ৫৫৮ জনের মধ্যে পরীক্ষায় বসেছে ৫৫৫ জন, অনুপস্থিত ৩ জন, পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয় কেদ্রে ৮৩২ জনের মধ্যে পরীক্ষায় বসেছে ৮২৫ জন, অনুপস্থিত ৭ জন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ভিতর -বাইরে শোনশান নিরবতা, লেখছে তো লেখছেই, বাইরে অভিভাবকদের অপেক্ষা, সবমিলিয়ে এ যেনো এক মহোৎসব। তবে নেই নকল টুকাটুকির মতো অনৈতিক কাজ, বাইরে নেই হেল্পার বাহিনী। সুষ্ঠু এবং পরিচ্ছন্ন পরীক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়েছেন, আইনশৃংখলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা টহল জোরদার করেছে।

জেলা প্রশাসক মো. সাবেত আলী (যুগ্মসচিব) স্বশরীরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির (স্টীভ) জানান, জেলায় এবছর এসএসসি, দাখিল এবং ভোকেশনাল পর্যায়ের মোট পরীক্ষার্থী ১৩ হাজার ৯ শত ১৫ জন। পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ১৩ হাজার ৭শ ১৬ জন, প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৯৯ জন।

শিক্ষামন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর পরীক্ষা শেষ হবার ৬০ দিনের মধ্যেই ফলাফল ঘোষণা করার প্রস্তুতি চলছে।

(আরএআর/এসপি/এপ্রিল ১০, ২০২৫)