মো: শান্ত, নারায়ণগঞ্জ : ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নারকীয় গণহত্যার প্রতিবাদে সংহতি র‌্যালি করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর মিশনপাড়া এলাকা থেকে এই র‌্যালিটি বের হয়ে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনিপর যুগ্ম-আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আমেরিকার নির্দেশে ইহুদীবাদী ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনী জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে। তারা ফিলিস্তিনে বোমা হামলা চালিয়ে নারী-শিশুসহ অসংখ্য মানুষ হত্যা করছে। বিশ্ব বিবেক ফিলিস্তিনীদের পক্ষে ও ন্যায়ের পক্ষে জেগে উঠুক। আগামী দিনে এই বোমা হামলা বন্ধ না হলে বিশ্ব শান্তি বিনষ্ট হবে। এতে কোন দেশ শান্তিতে থাকতে পারবে না। এই আগুন সব জায়গায় ছড়িয়ে পড়বে। পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশ প্রতিবাদ জানাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেওয়া হোক এবং তাদের ওপর সকল প্রকার হামলা বন্ধ ও ইসরায়েলকে বয়কট এবং সকল ইসরায়েলি পণ্য বর্জন করার আহবান জানান তারা।

এসময় বক্তারা আরো বলেন, প্রতিবাদের নামে যাতে কোন অরাজকতা সৃষ্ট না করা হয়। কোন ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়।

(এস/এসপি/এপ্রিল ১০, ২০২৫)