মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। সকল জরা ও জীর্ণতা মুছে গিয়ে নতুন আলো ফুটুক প্রতিটি প্রাণে এই প্রতিপাদ্য নিয়ে সোমবার দিনব্যাপী ১৪৩২ বাংলা বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে বৈশাখী মঞ্চে এসে শেষ হয়। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা, সাপখেলা বৈশাখী গান এবং আমিনুর রহমান কলেজে বৈশাখী মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি দপ্তরের প্রধান, সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

(বিএস/এসপি/এপ্রিল ১৫, ২০২৫)