রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া পৌরসভার ঐতিহ্যবাহী মাইট কুমড়া কালনা মিতালী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের নব নিযুক্ত সভাপতি ও লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন।

সিনিয়র শিক্ষক কে এম হাবিবুল্লাহ মাহমুদের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপংকর সাহা, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার, লোহাগড়া পৌর বিএনপি'র সহ-সভাপতি এস এম শাহীন বিপ্লব, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিএনপি নেতা আনিসুর রহমান কামাল, শাহজাদা আলমগীর, সৈয়দ পিকুল, শাওন শিকদার, এস এ মোর্তজা জামুন, লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী তাইবুল ইসলামসহ প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবা জাহান বুশরা এবং গীতা পাঠ করেন পরমা কর্মকার। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরন করে নেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

সভা শেষে মাইট-কুমড়া-কালনা মিতালী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এস এ সাইফুল্লাহ মামুন বলেন, 'এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্ভাব্য সব কিছু করা হবে। শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক এবং এলাকাবাসীর সহযোগিতায় শিক্ষা প্রতিষ্টানটিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। আর এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।’

(আরএম/এসপি/এপ্রিল ১৫, ২০২৫)