রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের ইসলামপুরে গণিত পরীক্ষায় শিক্ষার্থীরা একে অপরের খাতা দেখাদেখি করে লেখায় তিন শিক্ষককে অব্যাহতি দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

আজ মঙ্গলবার গণিত পরীক্ষা চলাকালে বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এণ্ড বিএম কলেজে পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিন শিক্ষককে অব্যাহতি দেন।

ওই তিন শিক্ষক হলেন, উপজেলার কুলকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নুরুল ইসলাম, এড. নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল আলিম এবং একই স্কুলের শিক্ষক সুলতান মাহমুদ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, পরীক্ষা চলাকালে দেখাদেখি করে লিখছিল শিক্ষার্থীরা। তাদের এই অসদুপায় অবলম্বনে কোন বাধা দেননি ওই তিন শিক্ষক। তাই দায়িত্বে অবহেলার জন্য তাদের অব্যবহিত দেওয়া হয়।

(আরআর/এসপি/এপ্রিল ১৫, ২০২৫)